1. netpeonbd@gmail.com : irisnewsbd :
  2. azizul.basir@gmail.com : Azizul Basir : Azizul Basir
৩০ বছর পর নখ কাটলেন সবচেয়ে লম্বা নখের অধিকারী নারী - Iris News BD | দিনের সেরা অংশ
শনিবার, ১৫ মে ২০২১, ০৩:০৬ অপরাহ্ন

৩০ বছর পর নখ কাটলেন সবচেয়ে লম্বা নখের অধিকারী নারী

সংবাদ সংগ্রহকারীঃ
  • তথ্য হালনাগাদের সময়ঃ বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২৬০ প্রদর্শিত সময়ঃ
৩০ বছর পর নখ কাটলেন
৩০ বছর পর নখ কাটলেন

ছোটবেলা থেকেই নখগুলো প্রিয় ছিল তার। নানা রঙে সেগুলো রাঙিয়ে রাখতেন। সেগুলোর পরিচর্যাতেও অনেক সময় ব্যয় হতো। প্রায় ৩০ বছর নখ কাটেননি তিনি। ২০১৭ সালে লম্বা নখের জন্য গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লিখিয়েছিলেন তিনি। তখন নখের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট। অবশেষে নখগুলো কেটেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা আয়ান্না উইলিয়ামস। সম্প্রতি কাটার সময় নখের দৈর্ঘ্য ছিল ২৪ ফুট .৭ ইঞ্চি।

আয়ান্নার নখগুলো রিপিলস বিলিভ ইট অর নটের ফ্লোরিডা মিউজিয়ামে সংরক্ষণ করা হবে। আয়ান্না ডাক্তারের কাছে গিয়ে ইলেকট্রিক করাতের মাধ্যমে নখ কেটেছেন।
আয়ান্না বলেন, ‘জানি ওদের খুব মিস করব। কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। নখসহ কিংবা নখ ছাড়া আমি রানিই থাকব। আমার নখ আমাকে তৈরি করেনি, আমি তাদের করেছি। এত বড় নখ নিয়ে আমার চলাফেরায় অনেক কষ্ট হতো। অনেক সতর্ক থাকতে হতো। তাই ভেঙে যাওয়ার চেয়ে কেটে ফেলা ভালো মনে করেছি।’

খবরটি আপনার স্যোশাল টাইমলাইনে শেয়ার করুন।

Comments are closed.

এই জাতীয় আরও অন্যান্য খবর
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আইরিস মিডিয়া বাংলাদেশ
error: আইরিস এর অনুমতি নাই !!!