1. netpeonbd@gmail.com : irisnewsbd :
  2. azizul.basir@gmail.com : Azizul Basir : Azizul Basir
দোল ও শবে-বরাত উপলক্ষে হিলিতে দুদিন আমদানি-রফতানি বন্ধ - Iris News BD
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১২:৫৯ অপরাহ্ন

দোল ও শবে-বরাত উপলক্ষে হিলিতে দুদিন আমদানি-রফতানি বন্ধ

সংবাদ সংগ্রহকারীঃ
  • তথ্য হালনাগাদের সময়ঃ সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১০ প্রদর্শিত সময়ঃ
irisnewsbd.com
irisnewsbd.com

হিন্দু সম্প্রদায়ের দোল উৎসব ও মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা দু’দিন দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফএজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, দোলযাত্রা উৎসব উপলক্ষে ভারতীয়রা সব ধরনের পণ্য রফতানি বা আমদানি বন্ধ রেখেছেন। যার কারণে সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগে আমদানিকৃত পণ্য ছাড়করণসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। এছাড়াও মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবেবরাত উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে বুধবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হবে।

খবরটি আপনার স্যোশাল টাইমলাইনে শেয়ার করুন।

Comments are closed.

এই জাতীয় আরও অন্যান্য খবর
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আইরিস মিডিয়া বাংলাদেশ
error: আইরিস এর অনুমতি নাই !!!