1. netpeonbd@gmail.com : irisnewsbd :
  2. azizul.basir@gmail.com : Azizul Basir : Azizul Basir
নবম অধিবেশনেও সংসদে ঢুকতে পারবেন না সাংবাদিকরা - Iris News BD | দিনের সেরা অংশ
রবিবার, ১৬ মে ২০২১, ১২:১২ পূর্বাহ্ন

নবম অধিবেশনেও সংসদে ঢুকতে পারবেন না সাংবাদিকরা

সংবাদ সংগ্রহকারীঃ
  • তথ্য হালনাগাদের সময়ঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ১০৯ প্রদর্শিত সময়ঃ
irisnewsbd.com
irisnewsbd.com

করোনা পরিস্থিতিতে সংসদের পরবর্তী অধিবেশনেও গণমাধ্যম কর্মীরা সংসদ ভবনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন না। এ বিষয়ে সংসদ সচিবালয় কার্ড ইস্যু করবে না বলে জানিয়ে দেয়া হয়েছে ৷

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ সচিবালয়ের থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হতে হবে। আপনারা দীর্ঘদিন ধরে জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনাভাইরাসের এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মত আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।

এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

খবরটি আপনার স্যোশাল টাইমলাইনে শেয়ার করুন।

Comments are closed.

এই জাতীয় আরও অন্যান্য খবর
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আইরিস মিডিয়া বাংলাদেশ
error: আইরিস এর অনুমতি নাই !!!