1. netpeonbd@gmail.com : irisnewsbd :
  2. azizul.basir@gmail.com : Azizul Basir : Azizul Basir
সফল অস্ত্রোপচার শেষে বিলাসবহুল অবকাশকেন্দ্রে সৌদি বাদশাহ সালমান - Iris News BD | দিনের সেরা অংশ
বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০১:৪৮ অপরাহ্ন

সফল অস্ত্রোপচার শেষে বিলাসবহুল অবকাশকেন্দ্রে সৌদি বাদশাহ সালমান

সংবাদ সংগ্রহকারীঃ
  • তথ্য হালনাগাদের সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ১২২ প্রদর্শিত সময়ঃ
irisnewsbd.com
irisnewsbd.com

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ পিত্তথলির সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আগেই। বুধবার দেশটির বিলাসবহুল অবকাশকেন্দ্র ও ইকোনমিক জোন নিয়মে যান তিনি।

অস্ত্রোপচার শেষে বিশ্রমের জন্য তিনি ওই অত্যাধুনিক অবকাশকেন্দ্রে গেছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম এসপিএ জানিয়েছে। চিকিৎসা শেষে ৩০ জুলাই রাজধানী রিয়াদের নিজ বাড়িতে ফিরেন তিনি। খবর আরব নিউজের।

লোহিত সাগরের পাড়ে ৫০০ বিলিয়ন ডলার ব্যয় করে ২০১৮ সালে ওই অবকাশ কেন্দ্র এবং ইকোনোমিক জোন নির্মাণ করেন সৌদি বাদশাহ সালমান।

এর আগে গত ২০ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ (৮৪)। রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে সৌদি বাদশাকে হাসপাতালে নেয়া হয়। সফল অস্ত্রোপচার শেষে ৩০ জুলাই হাসপাতাল ছেড়েছেন তিনি।

৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন। বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি দেশটির অর্থনীতিকে এর তেল নির্ভরতা থেকে সরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে ইসলাম ধর্মের উৎসভূমি এই দেশটি এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র।

খবরটি আপনার স্যোশাল টাইমলাইনে শেয়ার করুন।

Comments are closed.

এই জাতীয় আরও অন্যান্য খবর
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আইরিস মিডিয়া বাংলাদেশ
error: আইরিস এর অনুমতি নাই !!!