1. netpeonbd@gmail.com : irisnewsbd :
  2. azizul.basir@gmail.com : Azizul Basir : Azizul Basir
পদ হারাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম - Iris News BD | দিনের সেরা অংশ
বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ০৩:৪৭ অপরাহ্ন

পদ হারাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম

সংবাদ সংগ্রহকারীঃ
  • তথ্য হালনাগাদের সময়ঃ বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১২৪ প্রদর্শিত সময়ঃ
irisnewsbd.com
irisnewsbd.com

করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম নিয়ে বিতর্কের মধ্যে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আমিনুল ইসলামকে সরিয়ে দেয়া হচ্ছে। বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অধিদপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডে মহাপরিচালকের পাশাপাশি পরিচালক (হাসপাতাল) আমিনুল ইসলামের নামও অভিযোগের খাতায় চলে এসেছে। এজন্য তাকেও অব্যাহতি দেওয়া হচ্ছে।

অন্যদিকে, সচিবালয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচত ভূমিকা রাখবে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেয়া হয়েছিলো। নতুন করে মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডা আবুল কালাম আজাদ। এখন সরানো হচ্ছে অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল ইসলামকে।

সারা দিন মন্ত্রণালয়ের আলোচনায়, কে হচ্ছেন নতুন মহাপরিচালক। গ্রেড ওয়ানের পদ হওয়ায় এটি মন্ত্রণালয় নির্ধারণ করে না, এ অবস্থায় সচিব জানালেন, নতুন মহাপরিচালকের নাম জানা গেলে, তার সাথে কাজ করতে প্রস্তুত মন্ত্রণালয়।

বুধবার নিজ কার্যালয়ে থাকলেও স্বাস্থ্যখাতের সার্বিক বিষয় নিয়ে কোন কথা বলেননি স্বাস্থ্যমন্ত্রী।

খবরটি আপনার স্যোশাল টাইমলাইনে শেয়ার করুন।

Comments are closed.

এই জাতীয় আরও অন্যান্য খবর
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আইরিস মিডিয়া বাংলাদেশ
error: আইরিস এর অনুমতি নাই !!!