1. netpeonbd@gmail.com : irisnewsbd :
  2. azizul.basir@gmail.com : Azizul Basir : Azizul Basir
বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৭১ জন - Iris News BD | দিনের সেরা অংশ
বুধবার, ১৬ জুন ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন

বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৭১ জন

সংবাদ সংগ্রহকারীঃ
  • তথ্য হালনাগাদের সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ১৬০ প্রদর্শিত সময়ঃ
irisnewsbd.com
irisnewsbd.com

বগুড়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ নারী ও দুই শিশুসহ ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে গত ৯৮ দিনে জেলায় করোনা পজিটিভ হয়েছেন, তিন হাজার ৪৪৬ জন। সুস্থ হয়েছেন, এক হাজার ১৭৮ জন ও মারা গেছেন, ৬২ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জনের করোনা সনাক্ত হয়।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন করোনা পজিটিভ হয়েছেন।

গত ২৪ ঘন্টায় দুটি ল্যাবের পরীক্ষায় মোট ৭১ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে বগুড়া সদরে ৪২ জন, শেরপুরের ১১ জন, গাবতলীতে সাতজন, শিবগঞ্জে চারজন, সারিয়াকান্দিতে তিনজন, শাজাহানপুরে দু’জন, কাহালু ও সোনাতলায় একজন করে।

খবরটি আপনার স্যোশাল টাইমলাইনে শেয়ার করুন।

Comments are closed.

এই জাতীয় আরও অন্যান্য খবর
কপিরাইট © ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত আইরিস মিডিয়া বাংলাদেশ
error: আইরিস এর অনুমতি নাই !!!