বলিউড অভিনেত্রী ইশা গুপ্ত আজকে জন্মদিন ৷ ১৯৮৫ সালের ২৮ নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন ইশা ৷ ইশার ছবির জন্য বিশেষ তিনি বিশেষ চর্চায় থাকেন ৷ ইশা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় গ্ল্যামারে ফেটে পড়েছেন ৷ তাঁর ছবি ভক্তরা অত্যন্ত পছন্দে থাকেন ৷
২০০৭ সালে ইশা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালে বিজয়ী হয়েছিলেন ৷ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালে সবার নজর কেড়েছিলেন ৷ হিন্দি ছবিতে নিজের ভাগ্য পরীক্ষা করতে বলিউডে প্রথম ছবিতে অভিনয় করেছিলেন জন্নত ২ ছবিতে ৷
ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল ৷ জন্নত ২-এর পরে রাজ-৩-এও অভিনয় করেছিলেন তিনি ৷ রাজ-৩-এ অভিনয়ের জন্য ইশা বিশেষ প্রশংসা পেয়েছিলেন ৷মহেশ ভাট ইশাকে অ্যাঞ্জেলিনা জোলি উপাধিতে ভূষিত করেছিলেন ৷
রাজ-৩ এরপরে রুস্তম, বাদশাহী ও কমান্ডো ছবিতে অভিনয়ের জন্য ইশা অনন্য সম্মান পেয়েছিলেন ৷ ইশা অত্যন্ত ফিট তাঁকে যুব সম্প্রদায়ের আইকন হিসাবেও মনে করা হয় ৷
গ্ল্যামারের সঙ্গে সঙ্গে শারীরিক কসরতের ছবিগুলিও বেশ নজর কেড়েছে ৷ ২০১৪ সালে টাইমসের ৫০ সেরা মহিলাদের তালিকায় ১৫ নম্বরে ইশা নিজের স্থান করে নিয়েছিলেন ৷
Leave a Reply