1. netpeonbd@gmail.com : irisnewsbd :
  2. azizul.basir@gmail.com : Azizul Basir : Azizul Basir
বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:২৫ অপরাহ্ন

জান্নত ২ অভিনেত্রীর সুপার বোল্ড ছবিতে কাঁপছে সোশ্যাল মিডিয়া

সংবাদ সংগ্রহকারীঃ
  • তথ্য হালনাগাদের সময়ঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ১৬৫ প্রদর্শিত সময়ঃ
irisnewsbd.com
irisnewsbd.com

বলিউড অভিনেত্রী ইশা গুপ্ত আজকে জন্মদিন ৷ ১৯৮৫ সালের ২৮ নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন ইশা ৷ ইশার ছবির জন্য বিশেষ তিনি বিশেষ চর্চায় থাকেন ৷ ইশা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় গ্ল্যামারে ফেটে পড়েছেন ৷ তাঁর ছবি ভক্তরা অত্যন্ত পছন্দে থাকেন ৷

২০০৭ সালে ইশা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালে বিজয়ী হয়েছিলেন ৷ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালে সবার নজর কেড়েছিলেন ৷ হিন্দি ছবিতে নিজের ভাগ্য পরীক্ষা করতে বলিউডে প্রথম ছবিতে অভিনয় করেছিলেন জন্নত ২ ছবিতে ৷

ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল ৷ জন্নত ২-এর পরে রাজ-৩-এও অভিনয় করেছিলেন তিনি ৷ রাজ-৩-এ অভিনয়ের জন্য ইশা বিশেষ প্রশংসা পেয়েছিলেন ৷মহেশ ভাট ইশাকে অ্যাঞ্জেলিনা জোলি উপাধিতে ভূষিত করেছিলেন ৷

রাজ-৩ এরপরে রুস্তম, বাদশাহী ও কমান্ডো ছবিতে অভিনয়ের জন্য ইশা অনন্য সম্মান পেয়েছিলেন ৷ ইশা অত্যন্ত ফিট তাঁকে যুব সম্প্রদায়ের আইকন হিসাবেও মনে করা হয় ৷

গ্ল্যামারের সঙ্গে সঙ্গে শারীরিক কসরতের ছবিগুলিও বেশ নজর কেড়েছে ৷ ২০১৪ সালে টাইমসের ৫০ সেরা মহিলাদের তালিকায় ১৫ নম্বরে ইশা নিজের স্থান করে নিয়েছিলেন ৷

খবরটি আপনার স্যোশাল টাইমলাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরও অন্যান্য খবর
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আইরিস মিডিয়া বাংলাদেশ
error: আইরিস এর অনুমতি নাই !!!