সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচি ও ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- চাচি নাজমা আক্তার ও ভাতিজা রাসেল মিয়া। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামের মজনু মিয়ার স্ত্রী ও রাসেল মিয়া নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির উঠানে জিআই তারের সাথে বিদ্যুতের তার লাগানো ছিল। রাসেল উঠানে কাজ করার সময় তারে জড়িয়ে পড়ে। এ সময় চাচি নাজমা আক্তার তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।
বৌলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply