চাঁদপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছে।তারা হলেন- সিজান (২০) ও রাহিম (২২)।রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার গজরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের দুইজনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের লুধুয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় গজরা বাজারের পাশের টরকিকান্দা চৌরাস্তায় পণ্যবাহী কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী সিজান (২০) ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরেক আরোহী রাহিম (২২) গুরুতর আহত হন। এঘটনায় আহত রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ-১২-১৫৩৮) এবং তার চালক মোবারক হোসেনকে আটক করা হয়েছে।
Leave a Reply