বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন আগামী সোমবার (৩১ আগস্ট)। প্রায় ছয় মাস পর ঢাকার মাটিতে পা রাখবেন তিনি।
গত মার্চ মাসে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। সেখানেই ছিল তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইস্কনসিনে কিছুদিন আগে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন সাকিব-শিশির। সবকিছু ঠিক থাকলে সোমবার স্ত্রী-সন্তানসহ সাকিব আল হাসান দেশে ফিরবেন।
জুয়াড়ির ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। সেই হিসাব মতে, সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ২৮ অক্টোবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আগেই বলেছেন, শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন সাকিব। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর।
Leave a Reply