উন্নতি নেই ভারতের করোনা পরিস্থিতির। ঊর্ধ্বমুখী নমুনা পরীক্ষায় প্রতিদিনই রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটছে দেশটিতে। গত একদিনেও সেখানে পৌনে ১ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন আরও সহস্রাধিক ভুক্তভোগী। এতে করে মৃতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে গেছে। তবে, আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ রোগীই সুস্থতা লাভ করেছেন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৬ হাজার ৪৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই চার রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ)।
অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ১ হাজার ২১ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৬২ হাজার ৫৫০ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি পৌনে ৪০ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ২৮ হাজারের অধিক।
Leave a Reply