মানিকগঞ্জের সিংগাইরে চর-জামালপুর গ্রামে স্ত্রী নিলুফা আক্তারকে হত্যার দায়ে স্বামী আব্দুল আলীমকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দীকা।
১১ জনের সাক্ষ্যগ্রহণের পর বুধবার (১৭ আগস্ট) দুপুরে আদালত তাকে ১৪ বছরের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
২০১৩ সালের ২০ আগস্ট মধ্যরাতে স্বামী আলীম তার স্ত্রী নিলুফাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিলুফার বাবাকে আলীম খবর দেয় তার মেয়ে ঘরের খাট থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। এরপর তিনি তার স্ত্রীকে ভ্যানে সিংগাইর হাসপাতালে নিয়ে যান।