২০ বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন লিওনেল মেসি। বার্সেলোনাকে জানিয়ে দিলেন, এই ক্লাবে আর থাকবেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন জাদুকর।
বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি আছে ২০২১ সালের জুন পর্যন্ত। ওই চুক্তি নবায়ন তো পরের কথা, শেষ করেও যেতে রাজি নন মেসি।
স্পেনের কয়েকটি প্রথম সারির গণমাধ্যম এবং নামকরা সাংবাদিক নিশ্চিত করেছেন এই তথ্য। এরপর সংবাদ সংস্থা এপি’কে বার্সেলোনার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, মেসি মেইলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
শুধু বায়ার্নের কাছে ৮-২ গোলের পরাজয়েই এমন বড় সিদ্ধান্ত নয়। নেইমারকে কিনতে না পারা, সাবেক কোচ কিকে সেতিয়েনের সঙ্গে খারাপ সম্পর্ক ও ক্লাব প্রেসিডেন্টের সব কিছু মেনে না নেয়া। মেসির বার্সা থেকে মন উঠে যাওয়ার কারণ। সরাসরি কোনোদিন কোনো গণমাধ্যমে মুখ ফুটে বার্সাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেনি মেসি। করবেন কি করে। মেসির সঙ্গে যে কাতালান ক্লাবটির আত্মার সম্পর্ক। জীবনের শেষ ম্যাচ এই ক্লাবের হয়েই খেলতে চান জানিয়েছিলেন। কিন্তু কি এমন হলো, যে কারণে নিতে হলো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। গণমাধ্যমে জোর গুঞ্জণ মেসি যোগ দিচ্ছেন পিএসজিতে।