ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আস্তানায় পাল্টা বিমান হামলায় চালিয়েছে ইসরাইলি বাহিনী।
এক বিবৃতিতে তেল আবিবের পক্ষ থেকে বলা হয়েছে, (২৬ আগস্ট) বুধবার প্রথম প্রহরে লেবানন সীমান্ত থেকে তাদের সেনাদের দিকে গুলি ছোড়ার অভিযান চালায় ইসরাইলের সামরিক বাহিনী।
লেবাননের ভূখণ্ড থেকে গুলিবর্ষণের ঘটনায় কোনো ইসরাইলি সেনা হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান সমর্থিত হিজবুল্লাহর পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানায়নি।
গেল মাসে ইসরাইল অভিযোগ করে, লেবানন সীমান্ত দিয়ে ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল হিজবুল্লাহ, তখন তা অস্বীকার করেছিল লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠীটি। তারপর থেকে ইসরাইল-লেবানন সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
দু’পক্ষের পাল্টা হামলা চলাকালে রাতভর নিজেদের সীমান্ত এলাকায় কারফিউ জারি করে রেখেছিল ইসরাইলের সামরিক বাহিনী।