মুন্সীগঞ্জে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙন। আতঙ্কে অনেকে বাড়ি ঘর সরিয়ে ছুটছেন নিরাপদ অশ্রয়ে।
চলতি মাসের শুরুর দিকে ভাঙনের কবলে পড়ে লৌহজং উপজেলার উত্তর দিঘলীসহ বেশ কয়েকটি গ্রাম। পদ্মায় বিলীন হয়েছে অন্তত ৫ শতাধিক ঘরবাড়ি। বন্যার পানি কমতে থাকায় নতুন করে ভাঙনের হুমকিতে রয়েছে অন্তত ৭টি গ্রাম। ঝুঁকিপূর্ণ রয়েছে বিদ্যালয় ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা।
এদিকে, বন্যার্ত এলাকায় দেখা দিয়েছে বিষাক্ত সাপের উপদ্রব। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন দুর্গত এলাকার মানুষ।