চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সিএনজিচালক মনির হোসেন (২৫), অটোরিকশার যাত্রী ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া এলাকার গুণধর চক্রবর্তী (৭০) এবং নোয়াখালী জেলার সুবর্ণচর গ্রামের আমানুল্লাহ গ্রামের হরিপদ চক্রবর্তী (৫২)।
স্থানীয়রা জানান, নিহত অটোরিকশা যাত্রীরা মেহের উত্তর ইউনিয়নের থানেশ্বর ঠাকুরবাড়িতে আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা বাসটি ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল।
শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, বাস-সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
তিনি বলেন, সিএনজি অটোরিকশাটি রং সাইডে গেলে পদ্মা বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। তিনজনের লাশ থানায় আনা হয়েছে।