কৃষি খাতের অগ্রগতি ধরে রাখতে পারলে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার পরিকল্পনামাফিক কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন,‘করোনাভাইরাস আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। কিন্তু তারপরও আমাদের কৃষির যে অগ্রগতি, এটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের মানুষের আর যাই হোক, খাদ্যের অভাব যেন না হয়, সেটা আমাদের দেখতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসডিজি-র যে সতেরটা নির্দেশনা রয়েছে; তারমধ্যে যে কয়েকটা আমাদের দেশের প্রযোজ্য; আমাদের সবগুলো প্রয়োজন নেই। সেগুলোকে নিয়ে আমরা কাজ করবো। এবং সেটা বাস্তবায়নের কাজ চলছে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। তারপরও কৃষির যে অগ্রগতি সেটা আমাদের ধরে রাখতে হবে। কেননা মানুষের খাদ্যের অভাব যাতে না হয় সেটা দেখতে হবে।