1. netpeonbd@gmail.com : irisnewsbd :
  2. azizul.basir@gmail.com : Azizul Basir : Azizul Basir
শনিবার, ২৪ অক্টোবর ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন

জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন অভিনেতা জাহিদ হাসান

সংবাদ সংগ্রহকারীঃ
  • তথ্য হালনাগাদের সময়ঃ সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৭৭ প্রদর্শিত সময়ঃ
irisnewsbd.com
irisnewsbd.com

জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েছেন। মূলত ঈদকে কেন্দ্র করেই বেশকিছু নাটকের শুটিং করছেন তিনি। করোনাকালে টানা দেড়মাস ঝুঁকি নিয়ে শুটিং করে অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি নিজেই।

গেল কয়েকদিন থেকে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন তিনি। সন্দেহজনক মনে হলে কোভিড-১৯ টেস্ট করান জাহিদ হাসান। তবে অভিনেতার করোনা নেগেটিভ এসেছে। কিন্তু করোনা নমুনা পরীক্ষায় তার নেগেটিভ আসলেও তার করোনা উপসর্গ থাকায় চিকিৎসকরা তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

জাহিদ হাসান জানান, টানা দেড় মাস শুটিং করে অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাড়িতেই আছি। সুস্থ থাকলে ভবিষ্যতে আরো কাজ করা যাবে বলেও তিনি জানান।

জাহিদ হাসানের আগামী ২৬ জুলাই পর্যন্ত নাটকের শুটিং শিডিউল ছিল। কিন্তু অসুস্থতার কারণে ঈদের আগে আর শুটিংয়ে ফিরছেন না তিনি।

খবরটি আপনার স্যোশাল টাইমলাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরও অন্যান্য খবর
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত আইরিস নিউজ বিডি.কম
error: আইরিস এর অনুমতি নাই !!!