রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের প্রতারণা থেকে ছাড় পায়নি ব্যাংকিং সেক্টরও। বেশ কয়েকটি ব্যাংক থেকে কয়েক কোটি টাকা ঋণ নিয়ে সেগুলো আর ফেরত দেয়নি শাহেদ। ব্যাংক মামলা করলেও জামিন না নিয়েই দিব্যি ছিলেন তিনি।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ঋণের টাকা পরিশোধের জন্য শাহেদকে বার বার বলা হলেও কোনো গ্রাহ্য করেননি।
সাধারণ মানুষের পাশাপাশি ব্যাংকিং সেক্টরেও ছিলো রিজেন্ট চেয়ারম্যান শাহেদের প্রতারণার জাল। ২০১৫ সালে ১৯ জানুয়ারি ফারমার্স ব্যাংক থেকে হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য ২ কোটি টাকা ঋণ নেন শাহেদ। কিন্তু ৫ বছর হয়ে গেলেও এখন একটি টাকা পরিশোধ করেননি তিনি।
ফারমার্স ব্যাংকের একজন জানান, সেসময় দুই কোটি টাকার একটা লোনের আবেদন অ্যাপ্রুভ হয়েছিল। তারা আজ পর্যন্ত কোনো টাকা দেননি।
ব্যাংকের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা করলেও সে মামলায় জামিন নেননি তিনি। কয়েকদিনের মধ্যেই অর্থঋণ আদালতে ব্যাংক কর্তৃপক্ষ শাহেদের বিরুদ্ধে মামলা করবে বলেও জানানো হয়।
তিনি আরো বলেন, আমরা এর জন্য আদালতে যাচ্ছি। আমরা অর্থ মামলায় আদালতে মামলা করবো।
এদিকে শাহেদের ব্যবহার করা অস্ত্রের ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রিজেন্ট গ্রুপ ও চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ পেয়েছি। সেগুলো প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেব।
এদিকে শাহেদকে ধরতেও অভিযান অব্যাহত থাকার পুরনো আশ্বাসই দিয়ে যাচ্ছে পুলিশ। তবে রোববার শাহেদের ব্যাংক অ্যাকাউন্ট।