কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্যের আঘাতে আজও মারা গেছে দু’টি কচ্ছপ। অবমুক্ত করা হয়েছে আহত আরো ১০টি সামুদ্রিক কচ্ছপ।
সোমবার (১৩ জুলাই) সকালে সমুদ্র সৈকতের লাবণি ও কলাতলী পয়েন্টে মৃত অবস্থায় দু’টি সামুদ্রিক কচ্ছপ ভেসে আসে। একই সময়ে উদ্ধার করা হয় আহত আরো ১০টি কচ্ছপ। পরে কচ্ছপগুলো সমুদ্রে অবমুক্ত করেন লাইফ গার্ডকর্মীরা।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত সৈকতের ১০ কিলোমিটার এলাকাজুড়ে বর্জ্য পড়ে থাকলেও পরিস্কারে কোনো উদ্যোগ নেয়া হয়নি। আর মৃত কচ্ছপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আজ সকালে উদ্ধার হওয়া আরো ১০টি কচ্ছপ অবমুক্ত করেছেন সৈকতের লাইফগার্ড কর্মীরা। এখনো পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের কেউ সৈকতে যায়নি।